আন্তর্জাতিক

কটুক্তি করে দেশকে হেয় করেছেন বাইডেন: মস্কো

কটুক্তি করে দেশকে হেয় করেছেন বাইডেন: মস্কো

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাদ্ধম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিবৃতিতে কটুক্তির ওই প্রতিবাদ জানায় মস্কো। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্টকে গালি দিয়ে নিজের দেশকেই অপদস্থ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্রেমলিনের অভিযোগ, ‘হলিউড কাউবয়’এর মতো হাবভাব দেখানোর চেষ্টা করেছেন বাইডেন। তবে, তাতে ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে, গত বুধবার, সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বিশ্বে পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্ক করেন তিনি। এসময় পুতিনকে গালি দেন বাইডেন। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, পুতিনের মতো উন্মাদের জন্যই ঝুঁকিতে রয়েছে বিশ্ব।

আরও খবর

Sponsered content