বিনোদন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশি রাফাহ নানজিবা তোরসা

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশি রাফাহ নানজিবা তোরসা

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে কত কসরতই না করতে হয়। সেই বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। সম্প্রতি ভারতের লাদাখে ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু মোটরযান চলাচল উপযোগী রাস্তা উমলিং লায়ে অনুষ্ঠিত হয়ে গেলো একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে উমলিং লাতে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো। এতো উচ্চতায় ফ্যাশন শোয়ের আয়োজন হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে এই আয়োজন। এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা। এই মডেল-অভিনেত্রী লাদাখে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জনেরই নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। তাদের মধ্যে একজন হলেন রাফাহ নানজেবা তোরসা। এ প্রসঙ্গে তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’র মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছেন। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণ অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এ জন্য সবাই দোয়া করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার মুহূর্ত। আমার জানা মতে, এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাবো। প্রসঙ্গত, উমলিং লা ফ্যাশন শোটির আয়োজনের উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’।

আরও খবর

Sponsered content