খেলাধুলা

বেলিংহামে রক্ষা পেলো রিয়াল মাদ্রিদ!

বেলিংহামে রক্ষা পেলো রিয়াল মাদ্রিদ!

রিয়াল মাদ্রিদের গোল দরকার? সমস্যা নেই, বেলিংহাম আছেন। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বেলিংহামের ইনজুরি সময়ের গোলে রক্ষা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ৬ ম্যাচে ৬ গোল করলেন গত মাসে অভিষিক্ত এই ইংল্যান্ড মিডফিল্ডার।

‘সি’ গ্রুপের ম্যাচে রিয়াল মাদ্রিদ আতিথ্য দেয় জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে। সান্টিয়াগো বার্নাব্যুতে একের পর এক আক্রমণে বার্লিনের রক্ষণে কাঁপন ধরালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ৫১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ফ্লায়িং ভলি গোলরক্ষককে পরাস্ত করলেও ফিরে আসে পোস্টে লেগে। ৬৩ মিনিটে স্ট্রাইকার হোসেলুর হেডারও পরাস্ত করেছিল বার্লিন কিপারকে। কিন্তু এবারও বল ফিরে আসে পোস্টে লেগে। ৬৯ মিনিটে লুকা মড্রিচের দুরপাল্লার শট দারুণ সেভে রুখে দেন বার্লিন গোলরক্ষক ফ্রেডেরিক রোনাউ।

৯০ মিনিটের ম্যাচে ইউনিয়ন বার্লিনের ডেরায় ৩২টি আক্রমণ করেও গোল পায়নি রিয়াল। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই আবারো ইনজুরি সময়ে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ভালভার্দের শট প্রতিহত হলেও ফিরতি বল জালে জড়িয়ে রিয়ালের ১-০ গোলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। রিয়াল আসলে বেলিংহামেই রক্ষা পেলো।

পরাজয় বরণ করলেও সান্তিয়াগো বার্নাব্যুর গগনবিদারী চিৎকার নতুন এক অভিজ্ঞতা ইউনিয়ন বার্লিনের জন্য! কারণ, পাঁচ বছর আগেও জার্মান ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলেছে তারা। এরপর টান মৌসুম ধরে তাদের শুধু উত্থানের পালা। বুন্দেসলিগা টু থেকে বুন্দেসলিগায়, কনফারেন্স লিগ থেকে ইউরোপা লিগ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলছে ইউনিয়ন বার্লিন। ইউনিয়ন সমর্থকদের জন্য বার্নাব্যুর ম্যাচটি তাই ঐতিহাসিক। ম্যাচ হেরেছে, তাতে কি!

আরও খবর

Sponsered content