টেক

এক্স’ অ্যাপেই দেওয়া যাবে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

এক্স’ অ্যাপেই দেওয়া যাবে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সুপার অ্যাপ বলে পরিচিত লিংকডইনেই এখন দেওয়া যাবে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ইলন মাস্ক সম্প্রতি এক পোস্টে সে কথাই জানিয়েছেন।

‘এক্স’ এ তার নতুন পোস্টে তিনি বলেন, ‘মানুষ অনেক সময় আমাকে তাদের লিংকডইন লিংক পাঠিয়ে দেন। বিষয়টি এতটাই অদ্ভুত (ক্রিঞ্জ) যে আমি মেনে নিতে পারি না। তাই আমি তাদের সিভি বা বায়ো মেইল করে দিতে বলি। আমরাও নিশ্চিত করবো এক্স যেন লিংকডইনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং বিষয়টি আরও সুন্দর হয়ে ওঠে।’

বোঝা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নতুন এই ফিচারটি নিয়ে কাজ করা হচ্ছে। ওয়ার্কউইকের সিইও একটি পোস্টে জানিয়েছেন, তার কোম্পানি এখন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আলাদা একটি সুযোগ পাচ্ছেন। তারা ইতোমধ্যে ২০ জন কর্মী নিয়োগও দিয়েছেন। অর্থাৎ এটি একটি প্রিমিয়াম ফিচার। শুধু বিজনেস পেইড একাউন্টগুলোই এই সুবিধা পাবেন। আপাতত নির্দিষ্ট কয়েকটি দেশে এই ফিচার চালু রয়েছে। কারণ অনেক জায়গায় আমরা এখনও নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট দেখতে পাচ্ছি না।

ইলন মাস্ক এখানেই থেমে নেই। তিনি ডেটিং অ্যাপের মতো ফিচারও যুক্ত করতে চলেছেন। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে এবার পেমেন্ট বিষয়ক ফিচারও যুক্ত হতে পারে।

আরও খবর

Sponsered content