খেলাধুলা

বিশ্বকাপে জ্বলে উঠবে লিটনের ব্যাট: পোথাস

ব্যাট হাতে দীর্ঘদিন সাফল্য না পেলেও লিটন দাসের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস মনে করেন বিশ্বকাপে জ্বলে উঠবে লিটনের ব্যাট। সিনিয়র খেলোয়াড় হিসেবে দলকে পুরো সার্ভিস দিবেন তিনি; দলে লিটনের ভূমিকা অপরিহার্য বলছেন পোথাস।

বাংলাদেশের ব্যাটিংয়ে এক আক্ষেপের নাম লিটন দাস। বেশ কিছুদিন ধরেই ভুগছেন রান খরায়। ২০২২ সালে ১৯ ইনিংসে ১৪০.২ স্ট্রাইক রেটে করেছিলেন ৫৪৪ রান ৫০ ছিল ৪টি। ২০২৩ এ ৯ ইনিংসে ১৩৭.৯ স্ট্রাইক রেটে করেছেন ৩২৪ রান ফিফটি মাত্র ২টি। ২০২৪ এ ৫ টি-টোয়েন্টি খেলে ১০১.৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৬৭ রান। সব ফরম্যাট মিলিয়ে ফিফটিবিহীন টানা ১১ ম্যাচ।

এমন হতশ্রী পারফর্ম করার পরেও টিম ম্যানেজমেন্ট আছেন লিটনের সাথে। দলের সহকারী কোচ নিক পোথাস জানালেন, এই ওপেনারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার। নিক পোথাস বলেন, লিটনের অনেক কিছু দেয়ার আছে। সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। মাত্র একটা ভালো ইনিংস দূরে। একটা ভালো ইনিংস খেললেই অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটাতে পারে। তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। সে পুরোপুরি প্রস্তুত আছে। অতীতে সে যা করেছে, এখনও সে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে ততটুকু দিতে প্রস্তুত।

মূলত গণমাধ্যমের কর্মীদের দৃষ্টিভঙ্গীর পার্থক্যের কথা উল্লেখ করেছেন কোচ যেটা নিয়ে মোটেও চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। পোথাস বলেন, লিটন দাস অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলে অনেক কিছু যোগ করছে। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে যে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন, তার থেকে অনেক বেশি সে দলে অবদান রাখছে।

লিটন আবারও রানে ফিরবেন, নিজের চিরচেনা ব্যাটিং শৈলী দিয়ে বাংলাদেশকে উপহার দিবে সাফল্য এই প্রত্যাশা লাল সবুজের প্রত্যেক সমর্থকের।

আরও খবর

Sponsered content