জাতীয়

উপজেলা নির্বাচন নিয়ে আ. লীগের মধ্যে বিভেদ স্পষ্ট: রিজভী

উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগের কেন্দ্র থেকে আত্মীয়-স্বজনদের উপজেলা নির্বাচনে অংশ নিতে নিষেধ করলেও সবাই তা অমান্য করে দলবেঁধে নির্বাচন করছে। এসময় আওয়ামী লীগকে এখন শূন্য মুড়ির টিন উল্লেখ করেন তিনি। বলেন, জনসর্মথন হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি নেতৃত্ব নিয়ে মাথাব্যথা।

রিজভী আরও বলেন, উন্নয়নের জোয়ারে ভেসেছে বলে দেশের মানুষ খাদ্যপণ্য থেকে শুরু করে গ্যাস-বিদ্যুৎসহ মূল্যস্ফীতির দায়ে অসহায় হয়ে পড়ছে। ব্যাংক খাত ধ্বংস করে দেশকে সরকার অর্থনৈতিক বিপর্যের দিকে এগিয়ে দিচ্ছে। দেশের অর্থনেতিক, রাজনৈতিক ও জনগণের নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

আরও খবর

Sponsered content