জাতীয়

রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে: স্পিকার

রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (৫ মে) রাজধানীর একটি হোটেলে এক কনফারেন্সে এ কথা বলেন।

কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ ভালো করছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে।

এসময় অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারের নীতির প্রতি জনসমর্থন না থাকলে, বৈদেশিক অর্থনীতির স্বার্থরক্ষা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি অর্থনৈতিক কূটনীতি। তাই এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আরও খবর

Sponsered content