আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

ইরানের হামলার ক্ষয়ক্ষতি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতি আইডিএফ বলেছে, ইরানের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী।

শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানায় আইডিএফ।

তবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে বলে স্বীকার করেছে আইডিএফ।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর তারা জেনেছেন। বেশ কয়েকটি ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষতি হয়েছে। তবে কোন ঘাঁটিতে কী ধরনের ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।

আরও খবর

Sponsered content